tgoop.com/confusingquestion/88
Create:
Last Update:
Last Update:
🔲জীববিজ্ঞানের সকল আকার-আকৃতি একনজরে....
💟 U আকৃতি:
1. ডিওডেনাম
2. কোলন
3. নেফ্রন ফাঁস বা হেনলির লুপ
4. ম্যান্ডিবল
5. হাইওয়েড
6. মলাস্কার পৌষ্টিকনালি প্যাঁচানো; কখনও U আকৃতির।
💟বৃক্কাকার:
1. ঘাসফড়িং এর ওমাটিডিয়াম (ষড়ভূজাকৃতির)
2. মনোসাইট (ঘোড়ার ক্ষুরের মতো)
3. লিম্ফনোড
4. লাম্বার কশেরুকা
5. ফার্নের সোরাস
💟নাশপাতি আকার:
1. নিডোসাইট (গোল, ডিম্বাকার, পেয়ালাকার বা লাটিম আকৃতি)
2. ভলভেন্ট নেমাটোসিস্ট
3. ঘাসফড়িং এর মস্তক
4. প্রস্টেট গ্রন্থি
5. সিবেসিয়াস গ্রন্থি
6. পিওথলি
7. জুস্পোর
8. অ্যান্থেরিডিয়াম (গোলাকৃতির)
💟ত্রিকোনাকার:
1. হৃৎপিন্ড
2. ইন্টারস্টিশিয়াল কোষ
3. গিজার্ড বা প্রোভেন্ট্রিকুলাস
4. ভার্টেক্স, কক্সা
5. ঘাসফড়িং এর ম্যান্ডিবল
6. ঘাসফড়িং এর অ্যালারি পেশি
7. স্টেপিস অস্থি (ঘোড়ার জিনের পাদানির মতো)
8. স্টার্নামের ম্যানুব্রিয়াম
9. স্ক্যাপুলা
10. স্যাক্রাম
11. প্যাটেলা
12. ত্রিভূজাকার ক্ষুদ্র ট্রোক্যান্টার
13. নাক
💟মিশ্র গ্রন্থি:
1. যকৃত
2. অগ্ন্যাশয়
3. ডিম্বাশয়
4. শুক্রাণু
💟V আকৃতি:
1. ডেলটয়েড রিজ
2. একবীজপত্রী উদ্ভিদের কান্ড (Y/V)
💟ফানেল আকৃতি:
1. ঘাসফড়িং এর হৃদযন্ত্রের প্রকোষ্ঠ
2. রেনাল পেলভিস
3. ইনফান্ডিবুলাম
💟মটরদানা:
1. পিটুইটারি গ্রন্থি
2. বাল্বোইউরেথ্রাল বা কাওপার-এর গ্রন্থি
💟রিং/আংটি:
1. হাইড্রার প্রস্থচ্ছেদ
2. ঘাসফড়িং এর টিনিডিয়া
3. অ্যাটলাস কশেরুকা
4. আর্চ
💟বাদাম আকৃতি:
1. ডিম্বাশয়
2. অশ্রুগ্রন্থি ( পটল আকৃতি)
💟 প্রজাপতি আকৃতি:
1. স্ফেনয়েড অস্থি
2. থাইরয়েড গ্রন্থি
3. সুষুম্নাকান্ডের গ্রেম্যাটার (H আকৃতি)
💟পিরামিড আকৃতি:
1. মেডুলা অবলাংগাটা
2. রেনাল পিরামিড
3. ইকোলজিক্যাল পিরামিড
4. নাক
💟চাকতি আকৃতি:
1. লোহিত রক্তকণিকা
2. অমরা
3. চোখের লেন্স (দ্বিউত্তল)
💟বহুভূজাকার কোষ:
1. ঘাসফড়িং ট্রাকিয়ার এপিথেলিয়াম
2. যকৃত
3. আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স
💟ডানার মতো:
1. স্ফেনয়েড অস্থি
2. ইলিয়াম
ফ্লাস্ক আকৃতি:
1. আর্কিগোনিয়াম
2. পিকনিডিয়া
3. স্বাদকুড়ি
💟মোচাকৃতি:
1. হাইড্রার হাইপোস্টোম
2. হাইড্রার শুক্রাশয়
3. ঘাসফড়িং এর ক্রপ
4. হেপাটিক সিকা (কোণ আকৃতির)
5. ক্রিস্টালাইন কোণ
6. সাইকাস এর পুংস্ট্রোবিলাস
💟শিম বীজের মতো: বৃক্ক
💟মরিচের মতো: অগ্ন্যাশয়
💟খোলসের মতো: অক্সিপিটাল
💟ঝিনুকের মতো: ফ্রন্টাল
💟আয়তাকার:
1. ঘাসফড়িং মস্তকের বহিঃকঙ্কাল অংশ ক্লাইপিয়াস
2. ন্যাসাল
💟চারকোণা:
1. প্যারাইটাল (চারকোণা প্লেটের মতো)
2. জাইগোম্যাটিক
3. ভোমার
💟ডিম্বাকার:
1. নিডোসাইট
2. রুইমাছের RBC
3. রুইমাছের সারকিউলাস সেফালিকাস
4. 72 ঘন্টা পর রুইমাছের লার্ভার বায়ুথলি
5. ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
6. মস্তিষ্ক
7. থ্যালামাস
8. টিমপেনিকপর্দা
(মানুষ+ঘাসফড়িং)
9. মনোসাইট
10. ঘাসফড়িং এর শ্বাসরন্দ্র
11. লালাগ্রন্থি (গোলাকার)
12. সেন্ট্রাম
13. ম্যাকুলা লুটিয়া
14. ফেনেস্ট্রা ওভালিস
15. পিনিয়াল গ্রন্থি
16. ৫ম স্যাক্রাল কশেরুকা ডিম্বাকৃতির ফ্যাসেট বিদ্যমান
17. ঐচ্ছিক পেশিতে ডিম্বাকার নিউক্লিয়াস
18. শুক্রাণুর নিউক্লয়াস
19. শুক্রাণু
20. পরাগরেণু (গোলাকার, ত্রিভুজাকার)
Credit :Suhel Ahmed (SMC-10)
BY Notes Zone।Exam Mate
Share with your friend now:
tgoop.com/confusingquestion/88
