tgoop.com/confusingquestion/874
Create:
Last Update:
Last Update:
পদ্মা সেতুর প্রকল্পের নাম কী?
উত্তর: পদ্মা বহুমুখী সেতু প্রকল্প।
কবে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয় ?
উত্তর: ৭ ডিসেম্বর ২০১৪।
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর: ৬.১৫ কিলোমিটার।
পদ্মা সেতুর প্রস্থ কত?
উত্তর: ১৮.১০ মিটার(কিলোমিটার না কিন্তু!)
পদ্মা সেতুর পিলার সংখ্যা কত?
উত্তর: ৪২টি।
পাইল সংখ্যা-২৯৪
স্প্যান-৪১ টি
দেশের সবচেয়ে বড় সেতু-পদ্মা সেতু
বিশ্বের গভীরতম পাইলের সেতু-পদ্মা সেতু
এটি একটি ট্রাস/Truss bridge
এর মাধ্যমে মুন্সিগঞ্জের লৌহজংয়ের সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা যুক্ত হয়েছে
ওপরের স্তরে থাকবে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরটিতে থাকবে একটি একক রেলপথ
এই সেতুর চূড়ান্ত (৪১ তম) স্প্যানটি বসানো হয় ১০ ই ডিসেম্বর ২০২০
পুনশ্চ :ভুল করা যাবে না যা
স্প্যান-৪১ টি এবং পিলার-৪২ টি
দৈর্ঘ্য : ৬.১৫ কিমি
প্রস্থ:১৮.১০ মিটার
🔰NotesZone:https://www.tgoop.com/confusingquestion
BY Notes Zone।Exam Mate
Share with your friend now:
tgoop.com/confusingquestion/874
