CONFUSINGQUESTION Telegram 268
🔔Clause বের করার যুগান্তকারী শর্টকাট:-

😁এই কঠিন Clause কিভাবে শর্টকাট পরীক্ষা হলে বের করবেন এই বিষয়ে দু' একটি গোপন কথা বলি।
Clause আছে মোট=৩ টা।
1) Noun Clause
2) Adjective Clause
3) Adverbial Clause।
পরীক্ষায় অপশন থাকে ৪ টা করে। অর্থাৎ ক, খ, গ,ঘ। তাহলে ৪ টি অপশনে মাত্র তিনটি Clause বসবে বাকি যে অপশন থাকবে তা বাদ দিবেন। এই একটি অপশন বাদ দেওয়ার কারণে আপনার কাজ ৫০% হয়ে গেছে। এবার কাজেই কথায় আসি। কোন Clause কোন উপায়ে শর্টকাট বের করবেন।

(1)❤️ Noun Clause: এই Clause-এ Underline এর বরাবর It বসিয়ে যদি বাক্যটি পূর্ণ হয় তবে বুঝবেন এটি অবশ্যই Noun Clause। আপনাকে Verb এর আগে, পরে, পিছনে, preposition এর পরে কিংবা Appositive হিসেবে এই ৬টি জায়গায় Noun Clause বসে এই লজিক শিখতে হবে না আর। শুধু It বসিয়ে বাক্য পূর্ণ হলেই Noun Clause। যেমন-

(১) (That he is a criminal) is known to all.

(২) We don't know (what he is talking about.)

এখানে (১) ও (২) নং এ ব্রাকেট এর পরিবর্তে It বসালে বাক্য পূর্ণ হবে অর্থাৎ Noun Clause। যেমন- (1) It is known to all. (2) We don't know it.

(2)❤️ Adjective Clause: Underlined অংশটি হাতের আঙ্গুল দিয়ে ঢেকে দিয়ে যদি বাক্য পূর্ণ তখন বুঝবেন অবশ্যই Adjective Clause। যেমন--

(১) The boy (who doesn't know to manner) is my brother.

এখানে Underline অংশটি একপাশে রেখে দিলে হয়=The boy is my brother। বিশ্বাস নাহলে বই খুলে নিজে দেখুন!!

(3)❤️ Adverbial Clause: এটি চেনা অত্যন্ত সোজা। কারণ তিনটি অপশন থেকে It দিয়ে বা আঙ্গুলে চেপে ধরলেও Noun Clause, Adjective Clause কোনটিই না হলে ধরে নিবেন ১০০% Clause টি Adverbial Clause।

----------
বি:দ্র: এটা মাঝে মাঝে সাহায্য করবে সব সময় না তবে মেডিকেলে যে প্রশ্নগুলো আসবে সে ক্ষেত্রে এটা কাজ করবে আশা করি।

🔰NotesZone
:https://www.tgoop.com/confusingquestion
347🔥55😱28🥰12👏9🤩3🤔2



tgoop.com/confusingquestion/268
Create:
Last Update:

🔔Clause বের করার যুগান্তকারী শর্টকাট:-

😁এই কঠিন Clause কিভাবে শর্টকাট পরীক্ষা হলে বের করবেন এই বিষয়ে দু' একটি গোপন কথা বলি।
Clause আছে মোট=৩ টা।
1) Noun Clause
2) Adjective Clause
3) Adverbial Clause।
পরীক্ষায় অপশন থাকে ৪ টা করে। অর্থাৎ ক, খ, গ,ঘ। তাহলে ৪ টি অপশনে মাত্র তিনটি Clause বসবে বাকি যে অপশন থাকবে তা বাদ দিবেন। এই একটি অপশন বাদ দেওয়ার কারণে আপনার কাজ ৫০% হয়ে গেছে। এবার কাজেই কথায় আসি। কোন Clause কোন উপায়ে শর্টকাট বের করবেন।

(1)❤️ Noun Clause: এই Clause-এ Underline এর বরাবর It বসিয়ে যদি বাক্যটি পূর্ণ হয় তবে বুঝবেন এটি অবশ্যই Noun Clause। আপনাকে Verb এর আগে, পরে, পিছনে, preposition এর পরে কিংবা Appositive হিসেবে এই ৬টি জায়গায় Noun Clause বসে এই লজিক শিখতে হবে না আর। শুধু It বসিয়ে বাক্য পূর্ণ হলেই Noun Clause। যেমন-

(১) (That he is a criminal) is known to all.

(২) We don't know (what he is talking about.)

এখানে (১) ও (২) নং এ ব্রাকেট এর পরিবর্তে It বসালে বাক্য পূর্ণ হবে অর্থাৎ Noun Clause। যেমন- (1) It is known to all. (2) We don't know it.

(2)❤️ Adjective Clause: Underlined অংশটি হাতের আঙ্গুল দিয়ে ঢেকে দিয়ে যদি বাক্য পূর্ণ তখন বুঝবেন অবশ্যই Adjective Clause। যেমন--

(১) The boy (who doesn't know to manner) is my brother.

এখানে Underline অংশটি একপাশে রেখে দিলে হয়=The boy is my brother। বিশ্বাস নাহলে বই খুলে নিজে দেখুন!!

(3)❤️ Adverbial Clause: এটি চেনা অত্যন্ত সোজা। কারণ তিনটি অপশন থেকে It দিয়ে বা আঙ্গুলে চেপে ধরলেও Noun Clause, Adjective Clause কোনটিই না হলে ধরে নিবেন ১০০% Clause টি Adverbial Clause।

----------
বি:দ্র: এটা মাঝে মাঝে সাহায্য করবে সব সময় না তবে মেডিকেলে যে প্রশ্নগুলো আসবে সে ক্ষেত্রে এটা কাজ করবে আশা করি।

🔰NotesZone
:https://www.tgoop.com/confusingquestion

BY Notes Zone।Exam Mate


Share with your friend now:
tgoop.com/confusingquestion/268

View MORE
Open in Telegram


Telegram News

Date: |

More>> Avoid compound hashtags that consist of several words. If you have a hashtag like #marketingnewsinusa, split it into smaller hashtags: “#marketing, #news, #usa. How to create a business channel on Telegram? (Tutorial) Over 33,000 people sent out over 1,000 doxxing messages in the group. Although the administrators tried to delete all of the messages, the posting speed was far too much for them to keep up. With Bitcoin down 30% in the past week, some crypto traders have taken to Telegram to “voice” their feelings.
from us


Telegram Notes Zone।Exam Mate
FROM American