tgoop.com/confusingquestion/180
Create:
Last Update:
Last Update:
🔲অতিবেগুনী রশ্মি অঞ্চলের তরঙ্গ পরিসর মনে রাখার একটা দারুণ ট্রিকস
আগেই বলি, আমরা সবগুলো পরিসর মনে রাখতে যাবো না, আমরা শেষের ৫টি পরিসর ছন্দের মাধ্যমে মনে রাখবো।
1️⃣জীবাণুনাশন রূপে- ২৪০-২৮০ nmআমরা এখানে নাশ এর শ কে চল্লিশ ভাববো। আর মজার বিষয় হলো পুরো পরিসরে ৪০ ব্যবধান আর কারো
নেই 😄।
কি, মনে থাকবে না?
2️⃣ড্রাগ শনাক্তকরণ - ২০০-৪০০ nmভালো করে লক্ষ্য করোতো সবাই এখানের ব্যবধান তা কত। ২০০ তাই
না? ২০০ এর ডাবল ৪০০। তাহলে আমরা একে মনে রাখবো ড্রাবল ড্রাগ এই শব্দটি দিয়ে।😌
3️⃣প্রোটিন অ্যানালাইসিস- ২৭০-৩৬০ nmআমরা এখানে প্রোটিন এর টিন কে নাইনটি ধরবো। তাহলে কি হয় দেখেছো?
90×3= 270, 90×4= 360.
দারুণ না! 🤗
4️⃣কোষ বা cell এর মেডিকেল ইমেজিং - ২৮০-৪০০ nmএখানে দেখো, ব্যবধান তা কতো, ১২০ তাই না? তাহলে আমরা ১২০ পিক্সেল এর ইমেজ তুলবো সবাই মিলে কেমন😊।
রাজি আছো তো?
5️⃣লাইট থেরাপি - ৩০০- ৩২০ nmব্যবধান ২০। তাই আমরা ২০ ওয়াট এর লাইট জ্বালাবো সবাই আজ থেকে 🤔।
বিদুৎ সাশ্রয় হবে অনেক 😲
এই ৫টি পরিসর মনে রাখলেই বাকি ৩টি কি আর মনে রাখা লাগবে? আমার তো মনে হয় লাগার কথা না।😊
▫️Notes Zone: Click Here
BY Notes Zone।Exam Mate

Share with your friend now:
tgoop.com/confusingquestion/180
