CONFUSINGQUESTION Telegram 146
📌রসায়নের যত সব মিশ্রণ এক নজরেঃ
(Important গুলোতে ⭐️ দেওয়া হয়েছে )


বই এ খোঁজাখুঁজি করার চেয়ে রিভাইস দেওয়ার জন্য এখানে গুরুত্বপূর্ণ সব সংকেত দেওয়া আছে। তবে ভর্তি পরীক্ষার জন্য মেইন বই পুরো পড়া শেষ করতে হবে, তারপর সব এক সাথে রিভাইস দেওয়ার জন্য এটা দেখতে পার।

১. ফেনটন বিকারক- [H₂O₂+FeSO₄]⭐️

২. ফেহলিং বিকারক- [H₂SO₄ মিশ্রিত CuSO₄ দ্রবণ +NaOH মিশ্রিত রোচিলি দ্রবণ]⭐️

৩. ব্রাইন- [NaCl+H₂O] (এর সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ)**⭐️

৪. ব্ল্যাক অ্যাশ- [Na₂CO₃+CaS+CaO+C]***⭐️

৫. মার্কের পার হাইড্রল- [30%H₂O₂+70%H₂O]**⭐️

৬. ফরমালিন -[40% H-CHO+60% H₂O]**⭐️

৭. পাওয়ার অ্যালকোহল- [CH₃-CH₂-OH+ পেট্রোল+ কোনো দাহ্য পদার্থ (20-30)%]⭐️

৮. প্রোডিউসার গ্যাস - [2CO+N₂]*⭐️

৯. নাইট্রোলিম- [CaNCN+C] বা ক্যালসিয়াম সায়ানামাইড + কার্বন]

১০. বেকিং পাউডার- HO-C(HO-CH-COOH)H-COOK+NaCHO₃ বা পটাশিয়াম হাইড্রোজেন টারটারেট + সোডিয়াম বাই কার্বনেট***

১১. থাইমাইট (থারমিন)- [ Al+Fe2O3] বা [ Al+CrO3]**

১২. তরল সংকর- [Na+K]*

১৩- ফোমাইট- [Al2(SO4)3+ NaHCO3]*

১৪. জ্বলন মিশ্রণ- [ KClO3+Mg]

১৫. জিংক ডাস্ট- [Zn+ZnO]*

১৬. কোল্ড সর্ট- [ Fe+ অত্যধিক P]

১৭. ডাক্তারী জীবাণুনাশক - [70% ইথানল +30% পানি]***⭐️

১৮. টিংচার আয়োডিন- [ 0.5 ounce I2 + 0.5 ounce KI+ 0.5 ounce H2O+ রেকটিফায়ার স্পিরিট]***

১৯. টলেন বিকারক- [ক্ষারীয় AgNO₃+ NH₄OH দ্রবণ ] বা [Ag(NH3)2OH]***⭐️

২০. বারুদ- [KNO3+S+C]

২১. ভিনেগার- [6-10% CH₃-COOH + 90-94% H₂O]**⭐️

২২.হিমরোধক/ এন্টিফ্রিজ- [ 40% গ্লাইকল+ 60% পানি]⭐️

২৩. সোডালাইম- [CaO+NaOH]*⭐️

২৪. সোরেল সিমেন্ট- [MgO+ MgCl₂]

২৫. স্পেন্ট অক্সাইড- [FeS+Fe₂O₃]

২৬.স্বর্ণালংকার - [85% Au+ 15% Cu]*

২৭. ইট সর্ট [Fe+ অত্যধিক S]

২৮. হিম মিশ্রণ- [ CaCl₂+ বরফের গুড়া]

২৯. সংশ্লেষ গ্যাস - ১ঃ৩ অনুপাতে CO+H₂*⭐️

৩০. কোল গ্যাস- CH₄, H₂, CO, N₂, ইথিলিন, অ্যাসিটিলিন ও বেনজিন-বাষ্প**

এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন- হ্যালোজেন, নিকটোজেন, চ্যালকোজেন, অ্যাক্টনয়ডস, ল্যান্থানয়ডস এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সব শেষে - কাচ, পলিমার এসবের সংকেত রিভাইস দেওয়া উচিত, ভার্সিটি ভর্তির জন্য ওখান থেকে প্রশ্ন হয়।


▫️Notes zone: Click Here
156👍12🔥12🥰8😁5👏4😱4🤩4🎉3



tgoop.com/confusingquestion/146
Create:
Last Update:

📌রসায়নের যত সব মিশ্রণ এক নজরেঃ
(Important গুলোতে ⭐️ দেওয়া হয়েছে )


বই এ খোঁজাখুঁজি করার চেয়ে রিভাইস দেওয়ার জন্য এখানে গুরুত্বপূর্ণ সব সংকেত দেওয়া আছে। তবে ভর্তি পরীক্ষার জন্য মেইন বই পুরো পড়া শেষ করতে হবে, তারপর সব এক সাথে রিভাইস দেওয়ার জন্য এটা দেখতে পার।

১. ফেনটন বিকারক- [H₂O₂+FeSO₄]⭐️

২. ফেহলিং বিকারক- [H₂SO₄ মিশ্রিত CuSO₄ দ্রবণ +NaOH মিশ্রিত রোচিলি দ্রবণ]⭐️

৩. ব্রাইন- [NaCl+H₂O] (এর সংজ্ঞাটা গুরুত্বপূর্ণ)**⭐️

৪. ব্ল্যাক অ্যাশ- [Na₂CO₃+CaS+CaO+C]***⭐️

৫. মার্কের পার হাইড্রল- [30%H₂O₂+70%H₂O]**⭐️

৬. ফরমালিন -[40% H-CHO+60% H₂O]**⭐️

৭. পাওয়ার অ্যালকোহল- [CH₃-CH₂-OH+ পেট্রোল+ কোনো দাহ্য পদার্থ (20-30)%]⭐️

৮. প্রোডিউসার গ্যাস - [2CO+N₂]*⭐️

৯. নাইট্রোলিম- [CaNCN+C] বা ক্যালসিয়াম সায়ানামাইড + কার্বন]

১০. বেকিং পাউডার- HO-C(HO-CH-COOH)H-COOK+NaCHO₃ বা পটাশিয়াম হাইড্রোজেন টারটারেট + সোডিয়াম বাই কার্বনেট***

১১. থাইমাইট (থারমিন)- [ Al+Fe2O3] বা [ Al+CrO3]**

১২. তরল সংকর- [Na+K]*

১৩- ফোমাইট- [Al2(SO4)3+ NaHCO3]*

১৪. জ্বলন মিশ্রণ- [ KClO3+Mg]

১৫. জিংক ডাস্ট- [Zn+ZnO]*

১৬. কোল্ড সর্ট- [ Fe+ অত্যধিক P]

১৭. ডাক্তারী জীবাণুনাশক - [70% ইথানল +30% পানি]***⭐️

১৮. টিংচার আয়োডিন- [ 0.5 ounce I2 + 0.5 ounce KI+ 0.5 ounce H2O+ রেকটিফায়ার স্পিরিট]***

১৯. টলেন বিকারক- [ক্ষারীয় AgNO₃+ NH₄OH দ্রবণ ] বা [Ag(NH3)2OH]***⭐️

২০. বারুদ- [KNO3+S+C]

২১. ভিনেগার- [6-10% CH₃-COOH + 90-94% H₂O]**⭐️

২২.হিমরোধক/ এন্টিফ্রিজ- [ 40% গ্লাইকল+ 60% পানি]⭐️

২৩. সোডালাইম- [CaO+NaOH]*⭐️

২৪. সোরেল সিমেন্ট- [MgO+ MgCl₂]

২৫. স্পেন্ট অক্সাইড- [FeS+Fe₂O₃]

২৬.স্বর্ণালংকার - [85% Au+ 15% Cu]*

২৭. ইট সর্ট [Fe+ অত্যধিক S]

২৮. হিম মিশ্রণ- [ CaCl₂+ বরফের গুড়া]

২৯. সংশ্লেষ গ্যাস - ১ঃ৩ অনুপাতে CO+H₂*⭐️

৩০. কোল গ্যাস- CH₄, H₂, CO, N₂, ইথিলিন, অ্যাসিটিলিন ও বেনজিন-বাষ্প**

এছাড়াও আরো কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন- হ্যালোজেন, নিকটোজেন, চ্যালকোজেন, অ্যাক্টনয়ডস, ল্যান্থানয়ডস এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সব শেষে - কাচ, পলিমার এসবের সংকেত রিভাইস দেওয়া উচিত, ভার্সিটি ভর্তির জন্য ওখান থেকে প্রশ্ন হয়।


▫️Notes zone: Click Here

BY Notes Zone।Exam Mate


Share with your friend now:
tgoop.com/confusingquestion/146

View MORE
Open in Telegram


Telegram News

Date: |

Ng was convicted in April for conspiracy to incite a riot, public nuisance, arson, criminal damage, manufacturing of explosives, administering poison and wounding with intent to do grievous bodily harm between October 2019 and June 2020. Image: Telegram. Telegram Channels requirements & features Avoid compound hashtags that consist of several words. If you have a hashtag like #marketingnewsinusa, split it into smaller hashtags: “#marketing, #news, #usa. The imprisonment came as Telegram said it was "surprised" by claims that privacy commissioner Ada Chung Lai-ling is seeking to block the messaging app due to doxxing content targeting police and politicians.
from us


Telegram Notes Zone।Exam Mate
FROM American