CONFUSINGQUESTION Telegram 106
🔲Very Very Important Topic Of Chemistry 1st Paper

▫️s ব্লক মৌলের সংখ্যা 14
▫️p ব্লক মৌলের সংখ্যা 36 ( He ব্যতিত )
▫️d ব্লক মৌলের সংখ্যা 41
▫️f ব্লক মৌলের সংখ্যা 27

▫️Be ও Mg ব্যতীত s ব্লকের সকল মৌল শিখা পরীক্ষা দেয়।
▫️Be ব্যতীত s ব্লকের সকল ধাতু আয়নিক যৌগ গঠন করে।
▫️Na ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় ।

▫️গ্রুপ 15 এর মৌলসমূহ হলো নিকটোজেনস বা শ্বাসরোধকারী গ্যাস।

▫️গ্রুপ-16 এর মৌলসমূহ হলো চ্যালকোজেন বা আকরিক সৃষ্টিকারী মৌল ।

▫️গ্রুপ-17 এর মৌলসমূহ হলো হ্যালোজেন বা সামুদ্রিক লবণ প্রস্তুতকারী ।

▫️গ্রুপ-18 এর মৌলসমূহ হলো নিষ্ক্রিয় গ্যাস ,এরা ক্লাথরেট যৌগ গঠন করে ।

▫️অপধাতু বা মেটালয়েড ৬ টি ( B,Si,Ge,As,Sb,Te )


🔲Important তথ্যসমূহ

▫️Al₂O₃ উভধর্মী অক্সাইড ।

▫️AlCl₃ ডাইমার গঠন করে ।

▫️ শুষ্ক বরফ বা কঠিন CO₂ এর গলনাঙ্ক হলো -56° C

▫️CCl₄পানিতে আর্দ্রবিশ্লেষিত হতে পারে না।

▫️ স্বাভাবিক অবস্থায় CO₂ গ্যাস ,কিন্তু SiO₂ হলো কঠিন পদার্থ ।

▫️নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হলো N₂ গ্যাস ।

▫️PCl₅গঠিত হলেও NCl₅ গঠিত হয় না ।

▫️PH₃অপেক্ষা NH₃ অধিক ক্ষারধর্ম প্রদর্শন করে ।

▫️কক্ষতাপমাত্রায় H₂O তরল কিন্তু H₂S গ্যাস ।

▫️F হলো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক সক্রিয় অধাতব মৌল ।

▫️ফ্লোরিন ফিকে হলুদ গ্যাস , ক্লোরিন সবুজাভ হলুদ গ্যাস , ব্রোমিন লাল বর্ণের তরল ,আয়োডিন গাঢ় বেগুনি কঠিন পদার্থ ।

▫️নিষ্ক্রিয় গ্যাসের সাথে শুধু ফ্লোরিন ( F ) অধিকতর স্থিতিশীল যৌগ গঠন করে ।

▫️HF এর স্ফুটনাঙ্ক 19.5° C

▫️Sc,Zn,Cd,Hg,Y অবস্থান্তর মৌল নয় ।

▫️ল্যান্থানাইড সিরিজের মৌলসমূহকে বিরল মৃত্তিকা মৌল বলা হয় ।

▫️অ্যাকটিনাইড মৌলসমূহ তেজস্ক্রিয় মৌল ।

▫️স্বায়ী সর্বাধিক সক্রিয় ধাতু Cs

▫️সর্বাধিক সক্রিয় ধাতু Fr

▫️লিগ্যান্ডের প্রকারভেদ
▫️সবল লিগ্যান্ড - Co ,CN- , NH₃

▫️ দুর্বল লিগ্যান্ড - H₂O , F₂ , Cl₂ , Br₂ , I₂




©Notes Zone
215👍26🔥20🥰7🤩5👏3😢3🎉3🤔2😱2



tgoop.com/confusingquestion/106
Create:
Last Update:

🔲Very Very Important Topic Of Chemistry 1st Paper

▫️s ব্লক মৌলের সংখ্যা 14
▫️p ব্লক মৌলের সংখ্যা 36 ( He ব্যতিত )
▫️d ব্লক মৌলের সংখ্যা 41
▫️f ব্লক মৌলের সংখ্যা 27

▫️Be ও Mg ব্যতীত s ব্লকের সকল মৌল শিখা পরীক্ষা দেয়।
▫️Be ব্যতীত s ব্লকের সকল ধাতু আয়নিক যৌগ গঠন করে।
▫️Na ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় ।

▫️গ্রুপ 15 এর মৌলসমূহ হলো নিকটোজেনস বা শ্বাসরোধকারী গ্যাস।

▫️গ্রুপ-16 এর মৌলসমূহ হলো চ্যালকোজেন বা আকরিক সৃষ্টিকারী মৌল ।

▫️গ্রুপ-17 এর মৌলসমূহ হলো হ্যালোজেন বা সামুদ্রিক লবণ প্রস্তুতকারী ।

▫️গ্রুপ-18 এর মৌলসমূহ হলো নিষ্ক্রিয় গ্যাস ,এরা ক্লাথরেট যৌগ গঠন করে ।

▫️অপধাতু বা মেটালয়েড ৬ টি ( B,Si,Ge,As,Sb,Te )


🔲Important তথ্যসমূহ

▫️Al₂O₃ উভধর্মী অক্সাইড ।

▫️AlCl₃ ডাইমার গঠন করে ।

▫️ শুষ্ক বরফ বা কঠিন CO₂ এর গলনাঙ্ক হলো -56° C

▫️CCl₄পানিতে আর্দ্রবিশ্লেষিত হতে পারে না।

▫️ স্বাভাবিক অবস্থায় CO₂ গ্যাস ,কিন্তু SiO₂ হলো কঠিন পদার্থ ।

▫️নিষ্ক্রিয় গ্যাসের পর সবচেয়ে নিষ্ক্রিয় মৌল হলো N₂ গ্যাস ।

▫️PCl₅গঠিত হলেও NCl₅ গঠিত হয় না ।

▫️PH₃অপেক্ষা NH₃ অধিক ক্ষারধর্ম প্রদর্শন করে ।

▫️কক্ষতাপমাত্রায় H₂O তরল কিন্তু H₂S গ্যাস ।

▫️F হলো সর্বাধিক তড়িৎ ঋণাত্মক সক্রিয় অধাতব মৌল ।

▫️ফ্লোরিন ফিকে হলুদ গ্যাস , ক্লোরিন সবুজাভ হলুদ গ্যাস , ব্রোমিন লাল বর্ণের তরল ,আয়োডিন গাঢ় বেগুনি কঠিন পদার্থ ।

▫️নিষ্ক্রিয় গ্যাসের সাথে শুধু ফ্লোরিন ( F ) অধিকতর স্থিতিশীল যৌগ গঠন করে ।

▫️HF এর স্ফুটনাঙ্ক 19.5° C

▫️Sc,Zn,Cd,Hg,Y অবস্থান্তর মৌল নয় ।

▫️ল্যান্থানাইড সিরিজের মৌলসমূহকে বিরল মৃত্তিকা মৌল বলা হয় ।

▫️অ্যাকটিনাইড মৌলসমূহ তেজস্ক্রিয় মৌল ।

▫️স্বায়ী সর্বাধিক সক্রিয় ধাতু Cs

▫️সর্বাধিক সক্রিয় ধাতু Fr

▫️লিগ্যান্ডের প্রকারভেদ
▫️সবল লিগ্যান্ড - Co ,CN- , NH₃

▫️ দুর্বল লিগ্যান্ড - H₂O , F₂ , Cl₂ , Br₂ , I₂




©Notes Zone

BY Notes Zone।Exam Mate


Share with your friend now:
tgoop.com/confusingquestion/106

View MORE
Open in Telegram


Telegram News

Date: |

Telegram iOS app: In the “Chats” tab, click the new message icon in the right upper corner. Select “New Channel.” Add up to 50 administrators Telegram channels fall into two types: Although some crypto traders have moved toward screaming as a coping mechanism, several mental health experts call this therapy a pseudoscience. The crypto community finds its way to engage in one or the other way and share its feelings with other fellow members. The visual aspect of channels is very critical. In fact, design is the first thing that a potential subscriber pays attention to, even though unconsciously.
from us


Telegram Notes Zone।Exam Mate
FROM American