tgoop.com/ConfusingQuestions16/953
Last Update:
❝অপরিচিতা❞ গল্পে একটি পর্দার কথা বলা হয়েছে।
১) প্রশ্ন - পর্দার রঙ কি ছিলো??? 🙂
২) অনুপমকে তার শশুর বিয়ের কতদিন আগে দেখে???
৩) গল্পে হাস্যরসিক কাকে বলা হয়েছে???
৪) শম্ভুনাথ সেনের বন্ধুর পেশা কি ছিলো???
৫) কল্যাণীকে রেলস্টেশন থেকে নিতে কে এসেছিলো???
৬) বিনুদা অনুপমের কি হয়???
৬) রেল কোথায় গিয়ে থেমেছিলো???
৭) অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই কে???
৮) অনুপমের ভিতরে এবং বাহিরে কে কে আছেন???
৯) গল্পে কোন পুলের কথা বলা হয়েছে???
১০) বিবাহের সমস্ত আয়োজন কি রকম ছিলো???
১১) গহনা মাপার সময় মামা কোথায় বসে ছিলেন???
১২) মামার একমাত্র লক্ষ্য কি???
১৩)❝ অনুপমের ফটোগ্রাফ মেয়েটিকে দেখানো হয়েছে ❞ এইটা অনুপম কার কাছ থেকে জানে???
১৪) কল্যাণীর সাথে রেলে কত দিন পর দেখা হয়??
১৫) অনুপম মাকে নিয়ে তীর্থে যাওয়ার কারণ কি???
১৬) অনুপমের কাছে বড় সত্য কি???
১৭) অনুপমের সিট কোন ক্লাসের ছিলো???
১৮) অনুপম কল্যাণীকে কিসের সাথে তুলনা করে???
১৯) গল্পে একটি কাঠির কথা উল্লেখ আছে। কাঠিটি কিসের ছিলো???
২০) রেলের মধ্যে কল্যাণী কি খেয়ে ছিলো???
★আশা করি উত্তর গুলো দিবেন 🙂
BY Bangla Phobia(Exam Mate)
Share with your friend now:
tgoop.com/ConfusingQuestions16/953