tgoop.com/ConfusingQuestions16/1938
Last Update:
বাংলা লিখিত অংশ রিভিউ পোস্ট
টপিক:রেইনকোট, সে অস্ত্র
আজকের প্রশ্নোত্তর সবারই কম বেশি ভালো হয়েছে।আশা করি দিন দিন উন্নতি হচ্ছে।তেমন কিছু বলার নেই আজকে তাই..Keep it up...
প্রথম প্রশ্নে দুই একজন এই লাইনটাই ধরতে পারেননি।এটা যে মুক্তিযুদ্ধ ও দেশপ্রেম রিলেটেড।এটা দেখে একটু হতাশ হয়েছি।🙂আর রেইনকোটের ওম বলতে যে মুক্তিযোদ্ধার রেইনকোটের ওমে সাহসিকতার স্ফূরণ ঘটেছে,দেশপ্রেম জেগে উঠেছে এটা ২ -১ জন বলেননি।এটা একটু বললে ভালো হতো।
দ্বিতীয় প্রশ্নে ভালোবাসার অস্ত্র এটা সবাই ধরতে পেরেছেন।লক্ষ মানুষের আর্তনাদ আমাদের চেতনায় বিরাজ করে মৃত ও আহত হওয়ার কারণে এই ব্যাপারটাও লিখে দিলে ভালো হবে।কারণ পংক্তিটি এই রিলেটেড।
১০ নম্বর বিপদ সংকেত
🛑রেড এলার্ট🛑
লেখার মানের উন্নতি হলেও,বানানের অবস্থা কিন্তু করুণ আপনাদের অনেকেরই।প্লিজ এই বানানের দিকে সুদৃষ্টি দিন।🙂 ধরা খেলে এখানে খেয়ে যাবেন একদম।সহজ ও ব্যাসিক বানানগুলো ভুল হচ্ছে।
যাদের কন্সেপ্ট ঠিকাছে, ফুল মার্ক্স পাবেন বলে মনে করেন,লেখা আরেকটু গুছিয়ে লেখার সুযোগ থাকলে সেক্ষেত্রে একটু কাজ করুন।
বাংলা ১ম পত্রের ক্ষেত্রে দেয়া রিটেন গাইডলাইন দেখতে এখানে ক্লিক করুন।
তবে একটা কথা,
Total Submitted Scripts 32
Answers given by 22
আজকে এরূপ হওয়ার কারণ কি?😕
আগে তো ৩০ জন অন্তত জমা দিয়েছেন।আজকে হঠাৎ কি হলো?কেন-ই বা এতো কষ্ট করে প্রশ্ন করি,সলিউশন শিট ও রিভিউ পোস্ট দেই শত ব্যস্ততা সত্ত্বেও?😊 আজকে অনেক রেগুলার পার্টিসিপেন্ট স্ক্রিপ্ট সাবমিট করলেও খাতা সাবমিট করেননি এটা খুবই দুঃখজনক 🙂
BY Bangla Phobia(Exam Mate)
Share with your friend now:
tgoop.com/ConfusingQuestions16/1938