CONFUSINGQUESTIONS16 Telegram 1775
সলিউশন পোস্ট:
বাংলা লিখিত অংশ ঐকতান ও সাম্যবাদী

১।"দোকানে কেন এ দর-কষাকষি?পথে ফোটে তাজা ফুল!"- ব্যাখ্যা কর।

‘দোকানে কেন এ দর-কষাকষি? পথে ফোটে তাজা ফুল’—বলতে কবি বোঝাতে চেয়েছেন, যে জিনিস আমরা এমনিতেই পেতে পারি তা পাওয়ার জন্য দর-কষাকষির কী প্রয়োজন।
পথের ধারের তাজা ফুল এমনিতেই পাওয়া যায়, তা কেনার জন্য দোকানে গিয়ে দর-কষাকষির প্রয়োজন হয় না। পথের ধারের তাজা ফুলের সঙ্গে সমাজের অসহায় মানুষের তুলনা করা হয়েছে। কারণ সমাজের অসহায় মানুষের সেবা করা ওই সব পবিত্র জায়গায় গিয়ে পুণ্য সঞ্চয়ের চেয়ে উত্তম।ধর্মে ধর্মে রেষারেষি না করে মানবধর্মই হৃদয়ে নিহিত জীবনের আসল সৌন্দর্য।পথের ফুল যেমন অমূল্য,মানুষও তো এমনই অমূল্য।তাজা ফুলেই রয়েছে সৌন্দর্য,আমাদের নিকটেই রয়েছে মানবমুক্তির পথ।

২।‘রয়ে গেলো অগোচরে’- কী? কেন এ কথা বলা হয়েছে?

বিপুলা পৃথিবীর জ্ঞান ভাণ্ডারের স্থূল অংশই কবির অগোচরে রয়ে গিয়েছে।

বিপুলা পৃথিবীর অসীম জ্ঞানভাণ্ডারের কেবল ক্ষুদ্র অংশ আয়ত্তে থাকায় কবির মনে আক্ষেপের সঞ্চার হয়।জীবন সায়াহ্নে এসে তিনি আবিষ্কার করলেন বহু অজ্ঞাত জ্ঞানভাণ্ডার তার অগোচরেই রয়ে গিয়েছে।মূলত,জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে জ্ঞানপিপাসু কবির জ্ঞানের দীনতা কবিকে করেছে হতাশাগ্রস্ত।এই অভিব্যক্তিই প্রকাশ পেয়েছে এর মাধ্যমে।



৩।কবি সর্বত্র প্রবেশের দ্বার পান না কেন তা বুঝিয়ে লেখ।

নিজের আভিজাত্যবোধে সমাজের উচ্চ মঞ্চে আসীন বলে কবি সর্বত্র প্রবেশের দ্বার পান না।
আলোচ্য কবিতায় কবির বহুমাত্রিক চিন্তা-চেতনার প্রকাশ ঘটেছে। এখানে কবির মনে স্বদেশের অন্ত্যজ শ্রেণির মানুষের সাথে একাত্ম না হতে পারার অতৃপ্তি প্রকাশ পেয়েছে। কবি তাঁর নিজের আভিজাত্যবোধ ও জীবনযাত্রার বেড়ার কারণে সবার সাথে মিলতে পারেন নি। সব মানুষের সাথে তিনি অন্তর মেলাতে পারেন নি। বিপরীতক্রমে তাঁর অভিজাত ও নিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে নিম্নশ্রেণির মানুষেরা তাকে অতিরিক্ত শ্রদ্ধা ও ভয়ের চোখে দেখত, তাকে এড়িয়ে চলত। কবি তাই তাদের সাথে মিলতে পারেন নি। তাদের সাথে, তাদের জীবনযাপনের সাথে কবির ব্যবধান ঘোচেনি।



tgoop.com/ConfusingQuestions16/1775
Create:
Last Update:

সলিউশন পোস্ট:
বাংলা লিখিত অংশ ঐকতান ও সাম্যবাদী

১।"দোকানে কেন এ দর-কষাকষি?পথে ফোটে তাজা ফুল!"- ব্যাখ্যা কর।

‘দোকানে কেন এ দর-কষাকষি? পথে ফোটে তাজা ফুল’—বলতে কবি বোঝাতে চেয়েছেন, যে জিনিস আমরা এমনিতেই পেতে পারি তা পাওয়ার জন্য দর-কষাকষির কী প্রয়োজন।
পথের ধারের তাজা ফুল এমনিতেই পাওয়া যায়, তা কেনার জন্য দোকানে গিয়ে দর-কষাকষির প্রয়োজন হয় না। পথের ধারের তাজা ফুলের সঙ্গে সমাজের অসহায় মানুষের তুলনা করা হয়েছে। কারণ সমাজের অসহায় মানুষের সেবা করা ওই সব পবিত্র জায়গায় গিয়ে পুণ্য সঞ্চয়ের চেয়ে উত্তম।ধর্মে ধর্মে রেষারেষি না করে মানবধর্মই হৃদয়ে নিহিত জীবনের আসল সৌন্দর্য।পথের ফুল যেমন অমূল্য,মানুষও তো এমনই অমূল্য।তাজা ফুলেই রয়েছে সৌন্দর্য,আমাদের নিকটেই রয়েছে মানবমুক্তির পথ।

২।‘রয়ে গেলো অগোচরে’- কী? কেন এ কথা বলা হয়েছে?

বিপুলা পৃথিবীর জ্ঞান ভাণ্ডারের স্থূল অংশই কবির অগোচরে রয়ে গিয়েছে।

বিপুলা পৃথিবীর অসীম জ্ঞানভাণ্ডারের কেবল ক্ষুদ্র অংশ আয়ত্তে থাকায় কবির মনে আক্ষেপের সঞ্চার হয়।জীবন সায়াহ্নে এসে তিনি আবিষ্কার করলেন বহু অজ্ঞাত জ্ঞানভাণ্ডার তার অগোচরেই রয়ে গিয়েছে।মূলত,জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে জ্ঞানপিপাসু কবির জ্ঞানের দীনতা কবিকে করেছে হতাশাগ্রস্ত।এই অভিব্যক্তিই প্রকাশ পেয়েছে এর মাধ্যমে।



৩।কবি সর্বত্র প্রবেশের দ্বার পান না কেন তা বুঝিয়ে লেখ।

নিজের আভিজাত্যবোধে সমাজের উচ্চ মঞ্চে আসীন বলে কবি সর্বত্র প্রবেশের দ্বার পান না।
আলোচ্য কবিতায় কবির বহুমাত্রিক চিন্তা-চেতনার প্রকাশ ঘটেছে। এখানে কবির মনে স্বদেশের অন্ত্যজ শ্রেণির মানুষের সাথে একাত্ম না হতে পারার অতৃপ্তি প্রকাশ পেয়েছে। কবি তাঁর নিজের আভিজাত্যবোধ ও জীবনযাত্রার বেড়ার কারণে সবার সাথে মিলতে পারেন নি। সব মানুষের সাথে তিনি অন্তর মেলাতে পারেন নি। বিপরীতক্রমে তাঁর অভিজাত ও নিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে নিম্নশ্রেণির মানুষেরা তাকে অতিরিক্ত শ্রদ্ধা ও ভয়ের চোখে দেখত, তাকে এড়িয়ে চলত। কবি তাই তাদের সাথে মিলতে পারেন নি। তাদের সাথে, তাদের জীবনযাপনের সাথে কবির ব্যবধান ঘোচেনি।

BY Bangla Phobia(Exam Mate)


Share with your friend now:
tgoop.com/ConfusingQuestions16/1775

View MORE
Open in Telegram


Telegram News

Date: |

Matt Hussey, editorial director of NEAR Protocol (and former editor-in-chief of Decrypt) responded to the news of the Telegram group with “#meIRL.” Co-founder of NFT renting protocol Rentable World emiliano.eth shared the group Tuesday morning on Twitter, calling out the "degenerate" community, or crypto obsessives that engage in high-risk trading. The group’s featured image is of a Pepe frog yelling, often referred to as the “REEEEEEE” meme. Pepe the Frog was created back in 2005 by Matt Furie and has since become an internet symbol for meme culture and “degen” culture. With Bitcoin down 30% in the past week, some crypto traders have taken to Telegram to “voice” their feelings. To view your bio, click the Menu icon and select “View channel info.”
from us


Telegram Bangla Phobia(Exam Mate)
FROM American